এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনের সুপারিশ
১৭ আগস্ট ২০২১ ২০:০২
ঢাকা: সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানির মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী ছয় মাসের মধ্যে এই সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন অংশ নেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, জুন মাসে সংসদীয় কমিটির বৈঠকে সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত এপ্রিল মাসে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষক সানজান কে দাস স্বাস্থ্য সচিবের কাছে সরকারি পর্যায়ে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে অবকাঠামো তৈরি করতে একটি প্রস্তাব পাঠান। সানজান দাসের ভ্যাকসিন তৈরির প্রযুক্তির আরএনডি ও প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে বলে কার্যপত্রে বলা হয়। সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের বিদ্যামান কিছু অবকাঠামো এবং নতুন কিছু যন্ত্রপানি কিনলে ভ্যাকসিন উৎপাদন সম্ভব বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। বিষয়টির কারিগরি দিক পর্যালোচনার ব্যাপারে মন্ত্রণালয় বিবেচনা করছে।
বৈঠকে জানানো হয়, করোনা শুরুর পরপরই রোগীদের স্বাস্থ্য সেবা সম্প্রসারণের জন্য ৩৯তম বিসিএস উর্ত্তীণদের মধ্য থেকে দুই হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি আগামী ছয় মাসের মধ্যে এসেশিয়াল ড্রাগসের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন করতে হবে। ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তির জন্যও বলেছি আমরা। আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি।’
বৈঠকে অংশ নেওয়া এক সদস্য বলেন, ‘কমিটির বৈঠকে আমরা বলেছি, করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন নিয়ে যাতে বেসরকারি প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা না হয়। ভ্যাকসিন আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এখানে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম