Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৯:৩৯

নেত্রকোনা: জেলার কেন্দুয়া উপজেলায় একই দিনে পৃথক দুটি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ও বিকালে এই দুর্ঘটনা ঘটে।

দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রিপন মিয়ার দেড় বছরের শিশু কাওসার পরিবারের লোকজনদের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে অন্যান্যরা দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে বিকেলে একই উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসা দুই বছর বয়সী তানিশা খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়।

শিশু তানিশা পার্শ্ববর্তী মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুস সালামের মেয়ে। শিশুটির মাসহ আত্মীয়রা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এসময় বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, দুটি ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তেই হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর