Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৭:১৪

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন শুনানি শুরু হচ্ছে ২২ আগস্ট। এদিন থেকে জামিন আবেদন গ্রহণ ও শুনানি শুরু হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন আবেদনের শুনানি করা হবে। জামিন শুনানির দিন ও সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট আদালত।

করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে হাইকোর্টে দীর্ঘদিন আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছিল না। এ কারণে আইনজীবীরা আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আবেদন জানিয়ে আসছিলেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধ গত ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। এরপর ১১ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে আদালতসহ সবকিছু খুলে দেয় সরকার।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

২২ আগস্ট জামিন শুনানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর