Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নত বিদ্যুৎ সেবা গ্রাহকের দোর গোড়ায় পৌঁছাতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৬:৪৫

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বিদ্যুৎ সেবা পাওয়া গ্রাহকদের অধিকার। পরিকল্পনা অনুযায়ী গ্রাহকদের দোর গোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে হবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এ লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যাগে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, “গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিবেচনা করেই বঙ্গবন্ধু সংবিধানে গ্রামাঞ্চলে বৈদ্যুতিককরণের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। গ্রাম ও শহরের বৈষম্য দূর করাই ছিল এর মুখ্য উদ্দেশ্য। প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা বাস্তবায়নের নেপথ্যে আগ্রণী ভূমিকা রাখবে বিদ্যুৎ তথা পল্লী বিদ্যুতায়ন বোর্ড।’

তিনি এ সময় উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দিয়ে বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অবদান রাখতে হবে।’

উল্লেখ্য, গত ১০ বছরের বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। বর্তমানে গ্রাহক সংখ্যা ৪ কোটি। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা তিন কোটি ১৮ লাখ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন সংযুক্ত থেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

উন্নত গ্রাহক সেবা বিদ্যুৎ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর