Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানের পক্ষ নিলে ব্যবস্থা: ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২১ ১৬:০৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ১৮:২৯

আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সমর্থনে যে কোনো কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। সামাজিক মাধ্যমটি তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে এমন বার্তা দিয়েছে।

ফেসবুক জানায়, তালেবানদের সমর্থন দেওয়া কন্টেন্ট চিহ্নিত করতে ইতিমধ্যে আফগানিস্তান বিষয়ে বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয়েছে।

উগ্রবাদী গোষ্ঠী তালেবান গত রোববার কাবুলের দখল নেওয়ার মাধ্যমে গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

তালেবান বছরের পর বছর তাদের প্রচার প্রচারণার জন্য ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে আসছিল। এবার আফগানিস্তানের দখল নেওয়ার পর এমন কঠোর সিদ্ধান্ত নিলো সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তালেবান একটি সন্ত্রাসী গোষ্ঠী। ফলে বিপদজনক সংগঠনের ক্ষেত্রে আমাদের নীতি হিসেবে তালেবানের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তালেবানদের সমর্থন, প্রশংসা ও প্রতিনিধিত্ব করা অ্যাকাউন্ট আমরা সরিয়ে নিচ্ছি।

সারাবাংলা/আইই

তালেবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর