Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল অসুস্থ, হাসপাতালে ভর্তি


২ এপ্রিল ২০১৮ ১২:২২ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৮:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে  (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সারাবাংলা‌কে এ তথ্য জানিয়েছেন।

ইউনাইটেড হাসপাতালের কমিউনেকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর ডা. শাগুফা আনোয়ার সারাবাংলাকে বলেন, মির্জা ফখরুল ‘একিউট করোনারি সিনড্রমে’ ভুগছেন। তিনি কার্ডিওলজি বিভাগের প্রধান মমিনুজ্জামানের অধীনে ভর্তি রয়েছেন। তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দলীয় একটি অঙ্গসংগঠনের আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি সেখানে আসতে পারেননি। পরে তার ব্যক্তিগত সহকারী মো. ইউনূছ আলোচনা সভার আয়োজকদের মির্জা ফখরুলের অসুস্থতার কথা জানান।

তিনি বলেন, সকাল ১০টায় তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বোধ করেন। এছাড়া তার রক্তচাপও কমে যায়।

দুপুরের পর তাকে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা/এসও/জেএ/এমআইএস

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর