Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৫:১৬

ঢাকা: রাজধানী পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার অভিযোগে পৃথক ছয় মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর (৫০) জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই জামিনের আদেশ দেন।

এদিন আসামি মঞ্জুরুল ইসলাম আফেন্দীর আইনজীবী আরাফাত মোস্তফা জামিন চেয়ে শুনানি করেন করেন। শুনানি শেষে আদালত ৬ মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

এর আগে, ১১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরেক বিচারক পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে একাধিক মামলা দায়ের করেন পুলিশ।

গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন তিনি।

সারাবাংলা/এআই/এমও

জামিন মঞ্জুরুল ইসলাম হেফাজত নেতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর