Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ০০:২১

সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলায় কাপড় রাখার বাক্স বিদ্যুতায়িত হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মোছা. মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) রমন কুমার জানান, মোকলেছুর রহমানের ঘরে স্টিলের তৈরি কাপড়ের বাক্স কোনোভাবে বিদ্যুতায়িত হয়। বিষয়টি পরিবারের কেউ টের পায়নি। এ অবস্থায় মোকলেছুর রহমানের শিশু সন্তান আবু তালহা বিকেলের দিকে ওই বাক্স থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে মেয়ে মুন্নী খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

বিদ্যুৎস্পৃষ্ট সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর