বিএসএমএমইউতে সাংবাদিক হেনস্তার শিকার
১৭ আগস্ট ২০২১ ০০:০৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ১৩:৩৪
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদক জাকিয়া আহমেদ। বিএসএমএমইউ’র উপ-পরিচালক (হাসপাতাল) ডা. খোরশেদ আলম ও রেডক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক জাকিয়া আহমেদকে নাজেহাল করেছে বলে অভিযোগ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিছক ভুল বোঝাবুঝি। রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারণে হতে পারে। কারণ, স্বেচ্ছাসেবকরা এমন কোনো কাজ করতে পারে না।
সোমবার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বিএসএমএমইউ’র ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে।
জাকিয়া আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সকালে বিএসএমএমইউ’র ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে যাই পেশাগত কাজে। পূর্বনির্ধারিত স্থান পরিবর্তনের পরে প্রতিষ্ঠানটিতে বর্তমানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে পরীবাগের ডক্টরস ডরমেটরি ভবনে। সেখানে ভ্যাকসিন নিতে আসা মানুষের ভোগান্তি হচ্ছে কি না, ভ্যাকসিন কেন্দ্রের কী অবস্থা- তা দেখার পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা মানুষের সঙ্গে কথা বলছিলাম।’
তিনি বলেন, ‘এ সময় ভ্যাকসিন কেন্দ্রের অবস্থা ভিডিও করার সময় সেখানে দায়িত্বরত রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী দলের টিম লিডার পরিচয়ে এক নারী বাধা দেয়। ভিডিও করার অনুমতি কার কাছ থেকে নেওয়া হয়েছে জানতে চান সেই নারী। তাকে জানানো হয়, এখানে অনুমতি নেওয়ার কিছু নেই এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দিন অনুমতি নেওয়ার কথা বলেনি।’
তিনি আরও বলেন, ‘এ সময় ওই নারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে অবস্থান করা যাবে না জানিয়ে আমাকে নিয়ে যান উপ-পরিচালক (হাসপাতাল) ডা. খোরশেদ আলমের কক্ষে।’
উপ-পরিচালক জাকিয়া আহমেদের কাছে প্রতিষ্ঠানের নাম জানতে চান বলে জানান তিনি। জাকিয়া আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানের নাম জানানোর পর উপ-পরিচালক দুর্ব্যবহার করেন। জিজ্ঞাসা করেন, ‘আপনার কাজ কী এখানে? আপনি এখানে কেন এসেছেন?’
তিনি বলেন, ‘এ সময় উপ-পরিচালক জানান, বিএসএমএমইউতে সাংবাদিক প্রবেশ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখানে সাংবাদিক প্রবেশ করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউতে কখনোই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দরকার হয়নি এবং এ বিষয়ে কর্তৃপক্ষ লিখিত বা মৌখিকভাবেও কিছু জানায়নি। এ সময় ডা. খোরশেদ আলম বলেন, তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সাংবাদিককে বের হয়ে যেতে হবে।’
এ সময় উপ-পরিচালক খোরশেদ আলম উপস্থিত সবার সামনে জাকিয়া আহমেদকে সেখানে গেটের বাইরে বের করে দেবার জন্য নির্দেশ দেন রেড ক্রিসেন্টের সেই স্বেচ্ছাসেবককে। এই পুরোটা সময় অত্যন্ত রূঢ় আচরণ করেন বলে অভিযোগ করেন এক প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শী বলেন, এ ঘটনায় তার পক্ষে বা বিপক্ষে যাই নিউজ হোক না কেন কিছু করার নেই বলে জানান উপ-পরিচালক।
তবে বিএসএমএমইউতে সাংবাদিক নিষিদ্ধ কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, এ ধরনের কোনো নির্দেশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়নি। তিনি বিষয়টি কেন হলো তা দেখবেন বলে জানান।
উপ-পরিচালক খোরশেদ আলম সারাবাংলাকে দুই ধরণের বক্তব্য দেন। জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ‘সাংবাদিক অ্যাসাইনমেন্টের সই নিয়ে না আসায় তাকে বের করা হয়েছে।’ পরবর্তী সময়ে তিনি নিজেই ফোন করে বলেন, ‘এটা একটা নিছক ভুল বোঝাবুঝি। আমি ইচ্ছে করে এমন কিছু করিনি। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমি প্রতিবেদকের সঙ্গে কথা বলব।’
জানতে চাইলে রেডক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। সাংবাদিকেরা তাদের কাজ করবে— এক্ষেত্রে তাদের বাধা দেওয়ার কিছু নেই। তাও আমি স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলব।
ডিআরইউ’র নিন্দা
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা ট্রিবিউনের রিপোর্টার জাকিয়া আহমেদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের পেশাগত কাজে বাধা, অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সোমবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ’র নেতারা বলেন, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক বাধা প্রদান ও হেনস্তা করার ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য হুমকি স্বরূপ। একজন গণমাধ্যমকর্মীকে তার পেশাগত কাজে বাধা দেওয়ায় গোটা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সারাবাংলা/এসবি/পিটিএম