শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন
ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৮:৩৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৮:৪০
১৬ আগস্ট ২০২১ ১৮:৩৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৮:৪০
নেত্রকোনা: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ সামগ্রিক কার্যক্রম গতিশীল করার দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনাবাসী।
সোমবার (১৬ আগস্ট) সকালে পৌরশহরের পৌরসভার নামনে সড়কে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লা ইমরান, শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সানাউর হোসেন ভুইয়া, সাংবাদিক ভজন দাসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
সারাবাংলা/এমও