Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের অসাম্প্রদায়িক বাংলাদেশই বঙ্গবন্ধুর স্বপ্ন: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৬:৩৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৬:৫৮

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আজকের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ভদন্ত প্রিয় রত্ন মহাথের এবং পরিচালনা করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন বড়ুয়া।

বিশেষ প্রার্থনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা টিংকু বড়ুয়া, ত্রিদিব কুমার বড়ুয়া, ভিপি উত্তম কুমার বড়ুয়া, উজ্জ্বল কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, কানন চৌধুরী, যুবলীগ নেতা স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, সংগঠক—শচীভূষন বড়ুয়া, সরোজ বড়ুয়া, প্রকৌশলী সিমান্ত বড়ুয়া, বিকাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া, রেভা বড়ুয়া, সুজন বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, বিধান বড়ুয়া, জীকু বড়ুয়া, ছাত্রলীগ নেতা শিমুল বড়ুয়া, তমাল বড়ুয়া, চিরঞ্জীব বড়ুয়া, সুজেশ বড়ুয়া, রিদয় বড়ুয়া, অনিক বড়ুয়া, বিজয় বড়ুয়া প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

নওফেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর