Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৬:৩৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৯:২৪

ঢাকা: পুঁজিবাজারে আবারও রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৯৫৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এবং আগের ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে ৩ হাজার ২৪৯ কোটি টাকা শেয়ার কেনাবেচা হয়। যা পুঁজিবাজারের ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এছাড়াও গত ৯ আগস্ট ২ হাজার ৯৩৯ কোটি টাকা এবং গত ১০ আগস্ট ডিএসইতে ২ হাজার ৮৪০ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

আর্থিক লেনদেনের পাশাপাশি ডিএসইতে সূচক ও বাজার মূলধনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে উঠে আসে। এটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে যাত্রা শুরুর পর সূচকের সর্বোচ্চ অবস্থান।

সূচকের পাশাপাশি ডিএসই’র বাজার মূলধনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দিনশেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ লাখ ৪৯ হাজার ৫২ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন।

এদিকে সোমবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬ টির এবং ২৫টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৮ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৭ পয়েন্টে উঠে আসে।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২০টি কোম্পানির ৪ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ২৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ১১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৮৯ কোটি ৯৩ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই পুঁজিবাজার লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর