Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২১ ১৬:২৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৯:০৫

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে তালেবানরা ‘দাসত্বের শৃঙ্খল ভেঙেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে জাতীয় একমুখী পাঠ্যসূচী প্রণয়ন বিষয়ক এক সভায় সোমবার (১৬ আগস্ট) এ মন্তব্য করেন তিনি। ডনের খবর।

এর আগে রোববার কাবুলে প্রবেশ করে আফগানিস্তানের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। এর একদিন পর তালেবানদের প্রশংসা করে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য এলো।

বিজ্ঞাপন

আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠীটিকে পাকিস্তান মদত দিচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসছিল আফগান সরকার। সম্প্রতি যখন তালেবান একের পর এক জেলা দখল করে নিচ্ছে, তখন নানা ইস্যুতে আফগান সরকারের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের আরও অবনতি হয়।

সোমবার ইমরান খান আরও বলেন, ‘যখন আপনি অন্য কারো সংস্কৃতিকে উন্নততর মনে করে তা গ্রহণ করবেন। তখনই আসলে আপনি ওই সংস্কৃতির দাসে পরিণত হবেন’। মানসিক দাসত্বকে প্রকৃত দাসত্বের চেয়েও নিকৃষ্ট বলে মত দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে তালেবান একের পর শহর দখলের পর রাজধানী কাবুল দখলের ঘোষণা দেওয়ার পর রোববার দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান বিমানবন্দরে জড়ো হন। টারম্যাকে থাকা কয়েক হাজার আফগান দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করলে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের সেনারা গুলি শুরু করে।

তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি।  এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ‘রক্তপাত-সংঘাত’ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

আফগানিস্তান ইমরান খান কাবুল তালেবান পাকিস্তান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর