Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বাঙালির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন: এম এ মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৬:১৯

ফাইল ছবি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধু এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এটা প্রমাণিত। বাংলার সাধারণ মানুষদের সংগঠিত করে শত্রুর আক্রমণ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার নেতৃত্ব দিয়ে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি সব বাঙালির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন। বঙ্গবন্ধুর জন্যই স্রষ্টার কাছ থেকে পাওনা নিজস্ব ভূমি ফিরে পেয়েছিলাম আমরা।

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন আমাদের অত্যান্ত আপনজন। বঙ্গবন্ধুর আগে অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে বঙ্গবন্ধুর পার্থক্য একটাই। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। সবার সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ ছিল অত্যান্ত স্বাভাবিক। এজন্যই দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে আপনজন মনে করেন। বঙ্গবন্ধুর এইসব অর্জনের জন্য আমরা তার কাছে বারবার ফিরে যাই। আমাদের দুর্দাশা থেকে মুক্তি দিয়ে আলোর পথের পথরেখা তিনি দিয়ে গেছেন।’

পরিসংখ্যান বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ। আমার মন্ত্রণালয়ের অন্য কোনো বিভাগকে নয়, শুধু পরিসংখ্যান ব্যুরোকেই আমি পরিবর্তন করতে চাই। আমার আগ্রহের কারণেই বিবিএসের পরিবর্তন করতে চাই। আমার কাছে মনে হয়, বিউটিফুল সাইন্স হচ্ছে পরিসংখ্যান। বর্তমানে দেশে যে, পরিবর্তনটা চলছে, এসব ক্ষেত্রের যোগান পরিসংখ্যান থেকে দেওয়া হচ্ছে। আমাদের এই মেয়াদে বিবিএসকে আরও সময়োপযোগি করতে চাই।’

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সময়পোযোগি বিশুদ্ধ ও সঠিক পরিসংখ্যান চেয়েছেন। মাঝেমাঝে প্রধানমন্ত্রী যে দুই একটি বিভাগ নিয়ে মন্তব্য করেন তার মধ্যে পরিসংখ্যান অন্যতম।’ এসময় পরিসংখ্যান বিভাগকে আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সারাবাংলা/জেজে/এমও

এম এ মান্নান বঙ্গবন্ধু বাঙালি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর