Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুতর অসুস্থ রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেট
১৬ আগস্ট ২০২১ ১৫:৪১ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৮:০২

ঢাকা: সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এমন অবস্থায় তার ছেলে রাহ্গীর আলমাহি সাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এদিকে, বিরোধীদলীয় নেতার কোভিডজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগেও, একাধিকবার তিনি সামরিক হাসপাতালে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের সমস্যাসহ পাকস্থলি এবং গ্যাস সমস্যার চিকিৎসা নিয়েছেন।

তবে, পারিবারিক সূত্র জানিয়েছে এবারে তার শারীরিক জটিলতা প্রকট।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বেগম রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর