Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে আড়িপাতা বন্ধের রিট শুনানি পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৩:৫৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৪:০০

ঢাকা: ফোনে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ এবং ফাঁস হওয়া ফোনালাপের ২০ ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে।

সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ১০ আগস্ট এই রিট আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। রিট আবেদন শুনানির জন্য সোমবার কার্যতালিকায় ওঠে।

তারও আগে, ফোনে আড়িপাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত ২২ জুন ১০ আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান।

নোটিশের জবাব না পেয়ে ওই ১০ আইনজীবীর পক্ষে মোহাম্মদ শিশির মনির ১০ আগস্ট সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন মোস্তাফিজুর রহমান, রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, শাহ নাবিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, জি এম মুজাহিদুর রহমান, ইমরুল কায়েস ও একরামুল কবির।

সারাবাংলা/কেআইএফ/একেএম

ফোনে আড়িপাতা রিট আবেদন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর