Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২১ ১৩:১৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৬:২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজা সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) দেশটির বিজ্ঞান মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক বার্তায় ওই মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে পদত্যাগ পত্র নিয়ে প্রাসাদে প্রবেশ করতে দেখা গেছে।

তবে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্বে থাকার পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন তিনি। তার পদত্যাগে পরবর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হবে এখনো স্পষ্ট হয়নি। কারণ, কোনো দলেরই পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। আবার করোনা মহামারির মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন হবে কি না, তাও পরিষ্কার নয়।

তবে, মালয়েশিয়ায় পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ভর করছে দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহর সিদ্ধান্তের ওপর।

এদিকে, মহামারি মোকাবিলায় ব্যর্থতা-স্বেচ্ছাচারিতা-অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ ছিল মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

যে কারণে মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন মুহিউদ্দিন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর