Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবজি-ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১৩:১৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৬:০৩

ঢাকা: অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরনের ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া এ বিষয়ে একাধিক রুল জারি করেছেন আদালত।

রুলে বলা হয়, টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক অ্যাপ কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে, তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ। এসব অনলাইন গেমস নিয়মিত তদারকির জন্য কেন কমিটি গঠন করা হবে না এবং এই বিষয়ে কেন গাইড লাইন তৈরি করা হবে না, সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া এসব গেমস ও অ্যাপস এর বিষয়ে মূল্যায়ন-পর্যালোচনা এবং তদন্ত করে তাদেরকে কেন ট্যাক্স ভ্যাটের আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আদালত এসব বিষয়ে তিনটি রুল জারি করেছেন।

তিনি বলেন, টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক সকল অ্যাপ কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি

এসব অনলাইন গেমস নিয়মিত তদারকির জন্য কেন কমিটি গঠন করা হবে না এবং এই বিষয়ে কেন গাইড লাইন তৈরি করা হবে না, সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত। এ ছাড়া এসব গেমস ও অ্যাপস এর বিষয়ে মূল্যায়ন-পর্যালোচনা এবং তদন্ত করে তাদেরকে কেন ট্যাক্স-ভ্যাটের আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরোয়ার পায়েল। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

এর আগে গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। দেশের অনলাইন প্লাটফর্মগুলো থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকির মতো অনলাইন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (ডিজি), বাংলাদেশ ব্যাংক, মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে বিবাদী করা হয়।

এর আগে গত ১৯ জুন এ বিষয়ে প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশে পাঠানো হয়। নোটিশ পাওয়ার পরে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় রিট করা হয়।

সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এএম

পাবজি ফ্রি ফায়ার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর