হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
লোকাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১২:৪১
১৬ আগস্ট ২০২১ ১২:৪১
হিলি (দিনাজপুর): জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোডের কার্যক্রম।
সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
এ ব্যাপারে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/একেএম