Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১২:২৪

বেনাপোল (যশোর): চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মী মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাসের (২৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ভোর ছয়টার দিকে মধু দাস ও তার ছেলে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। কাজ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধু দাস সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছু সময় পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে ছেলে সাগরও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।

এরপর দুজনেরই কারও সাড়া না পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল আটটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক হাদিউজ্জামান বলেন, মধু দাস এর আগেও তিনি তাদের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করেছেন। কাজের তিনি সময় পাশেই দাঁড়িয়েছিলাম। পরপর বাপ-ছেলে সেপটিক ট্যাংকে ঢোকার পর তাদের কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না।

মৃতরা চৌগাছা উপজেলার কয়েরপাড়া এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ পরিচ্ছন্নতা কর্মী সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর