Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-প্রাইভেটকারের মু‌খোমু‌খি সংঘর্ষ, ৩ মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১১:১৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন।

রোববার (১৫ আগস্ট) রাত একটার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাই‌লে মুন্সি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘিটনায় মৃতদের মধ্যে রয়েছেনঃ প্রাই‌ভেটকার চালক আলমগীর হোসেন (৩৫) এবং যাত্রী চাঁদপু‌রের র‌ফিকুল ইসলাম (৪৫) ও আজাদ (৩৪)। আব্দুস সোবহান নামে একজন আহত হয়েছেন, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাঞ্চন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইউসূফ আলী জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারের উপরে উঠিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে‌ছে।

সারাবাংলা/একেএম

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর