Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ১০:২৯

সিরাজগঞ্জ: কাজীপুরে মুরগির খামারে অবৈধ বিদ্যুত সংযোগ দেওয়া ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শাকিবুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে ওই মিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত ওই শিশু উপজেলার কবিহার গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামে রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশেই গড়ে তুলেছেন মুরগির খামার। খামারের পাশ দিয়ে বয়ে যাওয়া হাই বোল্টেজ তার থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে শেয়াল মারতে ফাঁদ পাততেন তিনি। মুরগীকে শেয়ালের হাত থেকে রক্ষা করতে স্টিলের তৈরি জালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো প্রতিদিন। অনেক আগে থেকেই এই কাজ করতেন ওই খামারি। রোববার শাফিকুল সকালে বরশি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে স্থানীয়রা বিদ্যুত সংযোগ দেওয়া জালে আটকে পড়া শিশুর মরদেহ দেখতে পান।

স্থানীয়রা আরও জানান, মৃত্যুর ঘটনার পরে বিদ্যুতের সংযোগ খুলে রেখেছেন ওই খামারি।

কাজীপুর পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল আমিন জানান, শেয়াল মারার জন্য অবৈধ ওই ফাঁদ পেতেছিলেন খামারি। অবৈধ সংযোগ হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর