Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ০২:৪৩

প্রতীকী ছবি

বেনাপোল: যশোরের শার্শ উপজেলার লাউতাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত হাতেম আলী (৩৮) নামে একজন মারা গেছেন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী বাবলু ও জাহাঙ্গীরের সঙ্গে হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের কথাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান।

ওসি বদরুল আলম খান জানান, নিহতের লাশ ঢাকা থেকে সড়কপথে নিয়ে আসা হচ্ছে। লাশ আসার পর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি। লাশ আসার পরই মামলা করা হবে।

সারাবাংলা/এসএসএ

নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর