শোক দিবসে দুঃস্থদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
১৬ আগস্ট ২০২১ ০১:৩৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ০১:৩৯
ঢাকা: জাতীয় শোক দিবসও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করেছে এবং গরীব-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
রোববার (১৫ আগস্ট) শোক দিবসের কর্মসূচী অনুযায়ী বিজিবি সদর দফতরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটসগুলোর মসজিদে খতমে কোরআন এবং আসরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবির সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব রেখে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচী পালন করা হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিজিবি সদর দফতর পিলখানার ইউনিটগুলোসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, অন্যান্য সকল ইউনিট ও বিওপিতে কর্মরত সদস্যদের স্থানীয় ডিশ চ্যানেলের মাধ্যমে ‘বাংলাদেশ মিলিটারী একাডেমীর ১ম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র ‘অসমাপ্ত মহাকাব্য’ প্রদর্শন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ রাজধানীসহ দেশের সীমান্তবর্তী ৯ হাজার ৭০৮টি গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সারাবাংলা/ইউজে/এসএসএ