Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে বিড়ি শ্রমিকদের আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ০০:৪৪

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

রোববার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে তারা।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় প্রেস ক্লাব, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি মালিক ও শ্রমিকরা। সভায় বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন সময় কাজের স্মৃতিচারণ করে বক্তব্য দেন করেন শ্রমিক নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বক্তব্য দেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখেছি। আমাদের সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তি কার্যকরের জোর দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সোচ্চার। আমরা অনেকবার তার কাছে গিয়েছি। তিনি শ্রমিকদের কাছে ডেকে তাদের দাবি শুনতেন। দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নিতেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। এ শোক কখনও ভোলার নয়।’

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিড়ি শ্রমিক শোক দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর