Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ০০:৩৮

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক নানা ঘটনা নিয়ে তৎকালীন দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ৪৩টি ‘পেপার কাটিং’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

রোববার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ‘সংবাদপত্রে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুর স্মৃতিগাঁথা’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী উদ্বোধনের আগে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘এই প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনার দুর্লভ পেপারকাটিং তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীর শিরোনাম ও ছবি দেখে মানুষ বঙ্গবন্ধুর জীবনের অনেক ঐতিহাসিক বিষয় জানতে পারবে এবং জাতীয় জীবনে তার আদর্শকে ধারণ করতে অনুপ্রেরণা পাবে।’

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এ বছর মহামারি পরিস্থিতি বিবেচনায় আমরা সীমিত পরিসরে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর গণমাধ্যম কেন্দ্রিক স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করি। যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার সুযোগ পায়।’

বিজ্ঞাপন

সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরের সঞ্চালনায় প্রদর্শনীতে সাংবাদিক সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢা‌বি সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর