সংক্রমণ কমার অন্যতম একটি কারণ ‘লকডাউন’: স্বাস্থ্যমন্ত্রী
১৫ আগস্ট ২০২১ ২০:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ০০:৫১
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কমেছে অনেকগুলো কারণে। তার মধ্যে অন্যতম একটি হলো বিধিনিষেধ (লকডাউন)। এছাড়া সাধারণ মানুষও কিছুটা স্বাস্থ্যবিধি মেনেছে, মাস্ক পরেছে এবং আমরা প্রায় দেড় কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। আমরা সব মানুষকে ভ্যাকসিনেত আওতায় নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। এ হার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই। আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ নিয়ে আসতে চাই। তাই আমাদের আহ্বান সবাই মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’
এদিকে জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি উল্লেখ করে দেশে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটি সব সময় ভালো পরামর্শ দেন। তারা জানিয়েছে আমাদের লকডাউনটা আরও কিছুদিন চললে ভালো হতো। কিন্তু আমাদের আবার সব দিকেই খেয়াল করতে হয়। জীবন-জীবিকার কথা ভেবেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমরা এর আগেও বলেছি যে, জীবিকার চেয়ে জীবনের
মূল্য অনেক বেশি।’
তিনি বলেন, ‘এখন যেহেতু সবকিছু খুলে দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের মাস্ক পরে কাজ করতে হবে। গাড়িতে চড়ি, দোকানে যাই, রেস্টুরেন্টে যাই বা যেখানেই যাই না কেন, আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। আর ভ্যাকসিন যেহেতু দেওয়া হচ্ছে আমরা সবাই যেন সেটা গ্রহণ করি। বিশেষ করে যারা বয়স্ক তাদের যেন আমরা অগ্রাধিকার দিই।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।
সারাবাংলা/এসবি/পিটিএম