‘বয়স্ক ও নারীদের ভ্যাকসিনে অগ্রাধিকার দেওয়া হবে’
১৫ আগস্ট ২০২১ ১৯:৪৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ২০:০০
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চাশোর্ধদের। একই সঙ্গে নারীদেরও ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ দেশে যত মৃত্যু ঘটছে তার নব্বই শতাংশই বয়স্ক মানুষ। নারীদেরও অনেক বেশি মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশই মধ্যবয়সী।
রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম নিয়ে যাওয়ায় অনেকগুলো ভালো ফলাফল আমরা পেয়েছি। তারা ভ্যাকসিনের ব্যাপারে সচেতন হয়েছে। তাদের আগ্রহ বেড়েছে এবং তারা এখন ভ্যাকসিন নিতে চায়। এটাও বুঝতে পেরেছে যে, যারা বয়স্ক তাদের আগে ভ্যাকসিনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘পঞ্চাশোর্ধদের সবার আগে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ, তারাই সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে। যত মৃত্যু ঘটছে তার নব্বই শতাংশই বয়স্ক মানুষ। নারীদেরও অনেক বেশি মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশই মধ্যবয়সী।’
নারীদেরও ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি ৪০ থেকে ৬০ বছরের ভেতর নারীদের মৃত্যু বেশি হচ্ছে। তাদের মৃত্যু হার প্রায় পুরুষের সমান হয়ে গেছে। এটা খুবই আশঙ্কাজনক। তাই আমাদের এ দিকটাই খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘ওষুধের পাশাপাশি নারীদেরও বেশি করে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। চিকিৎসার ক্ষেত্রেও তাদের দিকে নজর রাখতে হবে। আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং নারীদের ভ্যাকসিন অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।
সারাবাংলা/এসবি/পিটিএম