Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাভোগীরা দলে এসে ভিড় করছে : মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৯:৩৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ ০১:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায়। তাই অনেক সুবিধাভোগী এই দলে এসে ভিড় করছে। তারা বঙ্গবন্ধুকে ধারণ করে না। বঙ্গবন্ধুর আদর্শের কোনো মূল্য তাদের কাছে নেই। তাদের কাছ থেকে দলের প্রকৃত নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের শুদ্ধাচারী হতে হবে।

রোববার (১৫ আগস্ট) নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চসিকের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ ইসমাইল, আবদুল মান্নান, গাজী শফিউল আজিম, মোহাম্মদ শহিদুল আলম, আবদুল বারেক, নুরুল আমিন, শৈবাল দাশ সুমন, শাহেদ ইকবাল বাবু, এসরারুল হক, মোবারক আলী, আবুল হাসনাত মো. বেলাল, আফরোজা কালাম, নীলু নাগ, আঞ্জুমান আরা, শাহীন আক্তার রোজী, শাহনুর বেগম, তছলিমা বেগম, রুমকি সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, শিক্ষক আলী আকবর প্রমুখ।

শোক দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে মিলাদ মাহফিল, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সকাল সাড়ে ১১টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। চবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর চবি’র এ এফ রহমান হলের উদ্যোগে হল প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার ম্যুরাল উন্মোচন করেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য বেনু কুমার দে এবং হলের প্রভোস্ট কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শোক দিবসের আলোচনা সভায় উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘কালজয়ী মহাপুরুষ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে হায়েনার দল বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখে দেবার যে ঘৃণ্য অপচেষ্টায় মেতে উঠেছিল, তাতে তারা সফল হতে পারেনি। বরং এ হায়েনার দলই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। কোনো অপশক্তি এ অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না।’

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন , ‘প্রতিবছর বিষাদে মোড়া ১৫ আগস্ট আসে। বাঙালি জাতির শোকের দিন। শোকের পাশাপাশি আমরা দেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত কাজগুলো করার সংকল্প করি। এর মাধ্যমেই বঙ্গবন্ধুকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসিনা নাসরিন, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, বিআইটিআইডি’র ল্যাব ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ, প্রকৌশলী ফরহাদ হোসেন, সহকারী রেজিস্ট্রার শাহাদাত হোসেন জুয়েল, মাহিদ বিন আমিন ও মেজবাহ ইবনে হাসিব।

মুক্তিযোদ্ধা সংসদ

জাতির পিতার শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। এর আগে, নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও একেএম আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রাণ-প্রকৃতি গবেষক ড. ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন, সদস্য রিপন চৌধুরী, হাসান মো. আবু হান্নান, পরিবেশবাদী সংগঠন ইকো’র সম্পাদকমন্ডলীর সদস্য এস এম আবু ইউসুফ সোহেল ও জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক টপ নিউজ মেয়র রেজাউল করিম চৌধুরী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর