Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে মারলে সব শেষ হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৮:৫৪

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করে দেশবিরোধী চক্রের সদস্যরা। হত্যাকারীরা ধারণা করেছিল, বঙ্গবন্ধুকে মারলে সব শেষ হয়ে যাবে। তারা আসলে ভুল মনে করেছিল।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ধোলাইপাড় মোড়ে বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হত্যাকারীদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কারণ বঙ্গবন্ধুর রক্ত পৃথিবীর যে প্রান্তে থাকবে সেখান থেকেই আরেকটা বঙ্গবন্ধু হয়ে ওঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশে ছিলেন না। তিনিসহ তার ছোটবোন বেঁচে যান। বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ শুরু করেন। প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী নন বরং তিনি এখন বিশ্বনেতা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘাতকরা সবাই বঙ্গবন্ধুর অতি পরিচিত ছিল। বঙ্গবন্ধু বিশ্বাসই করেননি যে, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করতে এসেছে। অথচ সেই পরিচিত জনেরাই বঙ্গবন্ধুর বুক ঝাঁঝরা করে দিয়েছিল। পরিবারের অন্যান্য সদস্যদের ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল। ছোট্ট শিশু শেখ রাসেল এক খুনির কাছে গিয়ে বলেছিল, আংকেল ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। কিন্তু শেখ রাসেলকে রক্ষার পরিবর্তে ঘাতকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। শেখ রাসেলকেও গুলি করে হত্যা করেছে তারা। সেদিন পৃথিবীর সবকিছু কাঁদলেও ঘাতকদের বুক একটুকুও কাঁপেনি।’

শোক দিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আগস্ট এলেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ষড়যন্ত্রকারীরা সব সময় ওঁৎ পেতে আছে। এই আগস্টের ১৭ তারিখে জঙ্গিগোষ্ঠী সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশের জঙ্গিদের বিচার এই মাটিতেই হয়েছে। আমরা জঙ্গি দমন করতে পেরেছি। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। এই আগস্টের ২১ তারিখে প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাদের বিচার এই মাটিতেই হয়েছে। সামনে যারাই ষড়যন্ত্র করতে আসবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলা বলেন, ‘ধোলাইপাড় মোড়ে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করা হবে। কোনো জঙ্গিগোষ্ঠী এটিকে রুখে দিতে পারবে না। আমরা সব অপশক্তিকে মোকাবিলা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করেই ছাড়ব।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর