Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৮:০৫

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন হাতে না আসায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। তবে এ সময় চালু থাকবে দেশের নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।

রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা যে আমাদের আছে সেটা প্রমাণ হয়েছে। একদিনে ৩৪ লাখ ভ্যাকসিন আমরা দিয়েছি। একটা ট্রায়ালও হয়ে গেছে। এখন ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমাদের আগামী দিনের কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘যদি পর্যাপ্ত ভ্যাকসিন থাকে তাহলে শহরে ও গ্রামে দুই জায়গায় এই কার্যক্রম চলমান থাকবে। যদি কম থাকে তাহলে ভ্যাকসিনেশন কার্যক্রম ডিজাইন করা হবে। ভ্যাকসিন পাওয়া সাপেক্ষ আমরা গ্রাম পর্যায়ে যাব। এখন আপাতত
যেভাবে চলছে সেভাবেই চলবে।’

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে ভ্যাকসিন পেতে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের ভ্যাকসিন চুক্তি হয়েছে। এখন ভ্যাকসিনের অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ। কোনো কার্যক্রম আটকে নেই।’ ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এ সপ্তাহে আমরা ৫৪ লাখ ভ্যাকসিন পেয়েছি। মাসের শেষ সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে।’

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর