Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৫:৫৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৭:২৪

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিলেন, তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে একটি কমিশন গঠন করা হবে। এদের সবার বিচার নিশ্চিত করা হবে।

রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আনিসুল হক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল, তাদেরকে চিহ্নিত করে বাংলার মানুষের কাছে সাক্ষ্য প্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন করার জন্য একটি কমিশন হওয়া প্রয়োজন। আমরা এই কমিশন দ্রুত গঠন করব।’

তিনি বলেন, ‘এই কমিশনের মাধ্যমে আইনানুগভাবে যারা এই হত্যাকাণ্ডের কুশীলব ছিল, যারা নেপথ্যে থেকে লাভবান হওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে সঠিক ইতিহাস জানতে পারে, কারা মীর জাফর, বেঈমান, নিমক হারাম সেটা জানতে পারে সেটি এই কমিশন নিশ্চিত করবে। যারা পেছনে ছিল, যারা নেপথ্যে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের পরিচয় জনগণের সামনে উন্মোচন করা হবে। শেখ হাসিনার সরকারের প্রতিজ্ঞা হলো বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদেরকে ধরে এনে বিচারের রায় কার্যকর করা হবে। তার আগে পর্যন্ত এই প্রচেষ্টা চলবে।’

তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরার পর বঙ্গবন্ধুর আদর্শ পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম প্রস্তুত করার পর ১৯৯৬ সালে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যার বিচারের ব্যাপারে খুনি মুশতাক যে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করেছিল সে অর্ডিন্যান্স বাতিল করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খুনি মুশতাক, খুনি জিয়াউর রহমান এবং অন্যান্যরা এতই ভীত ছিল তারা নিজেরা যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সে ব্যপারে জনগণকে প্রমাণ করার জন্য একটা আইন পাস করে। সে আইনটা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে সেটার বিচার হতে পারবে না। আমার তো মনে হয় জঙ্গলের পশুরাও এমন আইন করে না।’

মন্ত্রী বলেন, ‘এই আইনের মাধ্যমে প্রমাণ পায় খন্দকার মুশতাক, জিয়াউর রহমান এবং অন্যান্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার ষড়যন্ত্র এবং হত্যাকারী ছিল। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা সংসদে এই বাতিল করার পর জাতির পিতা ও তার পরিবারের ১৭ জন সদস্যের হত্যার বিচারের পথ সুগম হয়।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত লজ্জার ব্যাপার বঙ্গবন্ধুর হত্যার বিচার করার জন্য বঙ্গবন্ধু কন্যার দেশে ফিরে এসে আইন বাতিল করে বিচার শুরু করতে হয়। আমরা যারা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী আছি এবং থাকব, তারা কিন্তু সেদিন আমাদের দায়িত্ব পালন করি নাই।

সারাবাংলা/টিএস/একে

১৫ আগস্ট আইনমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর