Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১৩:২৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৭:০১

ঢাকা: জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধূরী জাতির পিতার সমাধী সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধূরী।

বিজ্ঞাপন

এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এরপর পররাষ্ট্র মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এর নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শোক দিবেসের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

সারাবাংলা/এনআর/একে

টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর