Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ১১:০১

ঢাকা: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (১৫ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি। এরপর সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট জাজেস কমিটি পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট জাজেস কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদন করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

জাতীয় শোক দিবস টপ নিউজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর