হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
১৫ আগস্ট ২০২১ ১০:২৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১৩:২৯
হিলি (দিনাজপুর): জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা অব্যহত রয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, আজ (রোববার) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। অপরদিকে আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তাই ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আগামীকাল সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন আব্দুল আজিজ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেকেন্দার আলী জানান, জাতীয় শোক দিবসের কারণে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/এনএস
আমদানি-রফতানি বন্ধ জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী হিলি স্থলবন্দর