Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২১ ০৮:৪৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১২:১৪

ময়মনসিংহ: ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।

শনিবার (১৪ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানকে ময়মনসিংহের হালুঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের তিনটি লাশ ত্রিশাল থানায় ও দুটি লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত পাঁচ জনের সবাই পুরুষ। এদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে।

সারাবাংলা/এএম

ট্রাকে বাসের ধাক্কা ত্রিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর