Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবিতে ‘আলোর মিছিল’

সারাবাংলা ডেস্ক
১৪ আগস্ট ২০২১ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সিআরবি রক্ষা আন্দোলনের ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আলোর মিছিল’ কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ, চট্টগ্রাম।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

সাংবাদিক ঋত্বিক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, আওয়ামী লীগ নেতা কাজল চৌধুরী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আহিল সিরাজ, নূরুল আজিম রণি।

বক্তারা অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিলের আহ্বান জানিয়ে বলেন, ‘ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে জনতা গণজাগরণের মধ্য দিয়ে দাবি আদায় করবে।’

এ সময় মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, অধ্যাপক হোসাইন কবির, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, আওয়ামীলীগ নেতা হাসান মনসুর, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মায়মুন উদ্দীন মামুন, শাখাওয়াত হোসেন রাব্বি, ইয়াসিন চৌধুরী জনি, মো. রিয়াদ, এসকান্দার মির্জা, রাকিব হায়দার, আনোয়ার পলাশ, মনির ইসলাম, আবদুল্লাহ আল সাইমুন, মাঈন উদ্দিন সোহেল ছিলেন।

বিজ্ঞাপন

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন কোহেল ও নারায়ণ চন্দ্র দাশ। আবৃত্তি পরিবেশন করেন বাপ্পী বাড়ৈ ও জেরিন সুবাহ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আলোর মিছিল সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর