Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির অগ্রযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ২১:১৯

ঢাকা: বিএনপির অগ্রযাত্রা কোনো পরিস্থিতিতেই ঠেকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘একদিন গুলির আওয়াজ থাকবে না, পিস্তলও থাকবে না। জনগণের চাপের মুখে এই সরকারের পতন ঘটবে। যে দলে বাবুদের (শফিউল বারী বাবু) মতো নেতা আছে, যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া, যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সেই দলকে কোনো পরিস্থিতিতে ঠেকিয়ে রাখা যাবে না। যোগ্য নেতাদেরকে যোগ্য জায়গায় স্থান দিয়ে তাদেরকে জায়গা মতো আনতে পারলে এই দল আবারও উঠে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি সরকারের জন্য শাপে বর হয়ে গেছে। এই পরিস্থিতির কথা বলে আমাদের তারা সভা-সমাবেশ করতে দিচ্ছে না। তা না হলে হয়তো অন্যরকম হয়ে যেতে পারতো এই কয়েক দিনে।’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার দুর্গতির চরম সীমায় পড়ে গেছে। সেকারণেই বলছি, আমরা যে যেখানে থাকি না কেন আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়াটুকু আপাতত বন্ধ রেখে, আমরা যদি সাহসের সাথে রাজপথে দৃশ্যমান হতে পারি তাহলে এই সরকার আর বেশি সময় টিকে থাকতে পারবে না। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতাবোধ করে জীবনের ঝুঁকি নিয়ে একটা ধাক্কা দিলে সরকার পড়ে যাবে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর