Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ২০:২৬

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত। তাদের মধ্যে যারা এখনো নেপথ্যে রয়েছে; সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে; প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে, বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি তাদের অবস্থান জানিয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিমর্ম হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিক্রীয়াশীল চক্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক চরিত্রের রাষ্ট্র ব্যবস্থা অর্জনে বাধাগ্রস্ত করতে পেরেছিল। দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধু হত্যার বিচার ও এবং তার প্রকাশ্য খুনি দাবিকারী অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে। কিন্তু, হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত, যারা এখনো নেপথ্যে রয়েছে। ঐ হত্যাযজ্ঞে জড়িত প্রত্যক্ষ আসামীদের বিচার হলেও এর নেপথ্যে থাকা জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনাকারী (মাষ্টারমাইন্ড) ষড়যন্ত্রকারী প্রকৃত অপরাধীদের এখনো চিহ্নিত করা হয়নি, বলে ওয়ার্কার্স পার্টি দাবি করছে।

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দলিল পত্রে যা প্রকাশ পেয়েছিল, তাতে মার্কিন সাম্রাজ্যবাদ এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর