ঝিনাইদহে এক বাড়ি থেকে কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৪ আগস্ট ২০২১ ১৯:২৪
ঢাকা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চাপাতলায় এক বাড়ি থেকে কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) মরদেহগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, ওই কিশোর-কিশোরী একে অপরের আত্মীয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
কিশোর আবু সাঈদ চাপাতলা গ্রামের সুলতান আহমদের ছেলে ও সোহানা বেগম একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের শাহাজামাল উদ্দীনের মেয়ে।
চাপাতলা গ্রামে দুলাভাই আলামিনের বাড়িতে বেড়াতে এসেছিল সোহানা। আর আলামিনের চাচাতো ভাই হলো আবু সাঈদ।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোহানা ও আবু সাঈদের মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। দুইজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবার এ সম্পর্ক মেনে নিতে চায়নি। এ কারণে তারা আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/একে