পদ্মা সেতুতে ফেরির ধাক্কা : যা বললেন মির্জা ফখরুল
১৪ আগস্ট ২০২১ ১৫:১২ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ১৭:৫৮
ঢাকা: বর্ষায় উত্তাল পদ্মা পাড়ি দিতে গিয়ে গত ৪৫ দিনে ছয়বার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কেউ এটাকে নাশকতা বা ষড়যন্ত্র হিসেবে দেখছেন, কেউ বা বলছেন স্রেফ দুর্ঘটনা। কারও মতে, প্রবল স্রোতের কারণে চালকরা ফেরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ফলে বারবার গিয়ে ধাক্কা খাচ্ছে পিলারে।
আবার তীব্র স্রোতের বিপরীতে ফেরি পরিচালনায় চালকদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। অবশ্য পদ্মা সেতু কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এই রুটে চলাচলকারী ১৭টি রো-রো ও কে-টাইপ ফেরির চালকদের দক্ষতা, স্রোতের বিপরীতে ফেরির নিয়ন্ত্রণ ক্ষমতার দিকটি নিয়ে বিশদ পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছে।
চলমান এই ইস্যুতে শনিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করার জন্য ১৩৫ কোটি টাকা বাজেট দিয়েছে। টাকা তো এখানে আসছে গৌরিসেন থেকে, অসুবিধা নাই।’
তিনি বলেন, ‘কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম বাহাদুরাবাদ ঘাট- আগে যেখানে আমরা ট্রেনে করে গিয়ে ফেরিতে উঠে গাইবান্ধা ফুলছড়ি ঘাটে নামতাম। তখন যমুনা ব্রিজ হয়নি। সেটা নাকি আবার চালু করার জন্য ১৩৫ কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, জাহাজ আর চলে না। কারণ, নাব্যতা নেই নদীর। জাহাজ আর চলে না।’
‘পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কায় বিএনপির হাত থাকতে পারে’- এমন অভিযোগের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের মনে থাকার কথা, রানা প্লাজা যখন ভাঙল, তখন মহিউদ্দিন খান আলমগীরের মতো একজন শিক্ষিত মানুষ বললেন, বিএনপি ঝাঁকি দিয়ে ফেলে দিয়েছে।’
‘এইটা হলো কী, ফেরি চালাতে পারছে না। এটা তো কমন সেন্সের ব্যাপার। এখন তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোট খাটো নদী না। সেই পদ্মার স্রোতে ফেরি এভাবে ডাইভার্টেড হবেই। উচিত ছিল ওইখান থেকে রুটটা সরিয়ে অন্য জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করা। ওদের (সরকার) অবশ্য একটা সুবিধা আছে, ভেঙে ফেলে আবার নতুন করা গেলে ওখান থেকে অনেক টাকা যোগাড় করতে পারবে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বুড়িগঙ্গা নদীর প্রথম সেতুটা জাহাজ লেগে ভেঙে গেল। আবার কয়েক হাজার কোটি টাকা খরচ করে নতুন আরেকটা করল। প্রজেক্ট-ই তো ওদের দরকার।’
সারাবাংলা/এজেড/এএম