Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু চির অম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১৩:৩৩

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চির অম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বঙ্গন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাঁকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিলেন। দেশবাসী তাঁকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে।’

বিজ্ঞাপন

১৫ আগস্ট বাঙালির জীবনে এক শোক বিধুর দিন উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। আমরা এই শোকাবহ দিনে প্রয়াত
রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে শহীদ সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

শোকাবহ এই দিনে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো বলেও অঙ্গীকার করেন জি এম কাদের।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জি এম কাদের বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর