Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় ঘাটতি নেই: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১৩:০৮

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম [ফাইল ছবি]

ঢাকা: ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা না থাকলেও একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো ধরনের ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও মেধা দিয়ে প্রতিরোধের চেষ্টা করবে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

বিজ্ঞাপন

১৫ আগস্টের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থলে না পারলেও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কিছু ঘটাতে পারলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। যদিও আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।

আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালিবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছেন বলে জানান মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, তারা হিজরতের জন্য বের হয়েছেন বলে মনে করেন। এর মধ্যে ভারতে বেশ কিছু লোক ধরাও পড়েছে। যে যেভাবে পারছে পায়ে হেটে হলেও যাচ্ছে আফগানিস্তানে। দেশের সকল গোয়েন্দা সংস্থাসহ আমরা অবগত রয়েছি।

ডিএমপি কমিশনার বলেন, পৃথিবী এখন সাইবার জগতে বন্দী। জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে নিয়োগ এবং উদ্বুদ্ধ করার কাজ করছে। সম্প্রতি তালিবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এ আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতের জন্য ঘর ছেড়েছে।

দেশের জঙ্গিদের পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, গত পরশু জঙ্গি সংগঠনের লিডিং পর্যায়ের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। যিনি বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এএম

১৫ আগস্ট টপ নিউজ ডিএমপি কমিশনার

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর