Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট, ৩ জনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১২:৩৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ১২:৪৯

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ (৬৫) এবং তুহিন সিদ্দিকী অমিকে (৩৩) অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ মিয়া চার্জশিটের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত সংস্থা ডিবি পুলিশ গত ২৭ জুলাই এই চার্জশিট দাখিল করে। এই মামলায় তিন নারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

চার্জশিটে যাদের অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হলেন, লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪)।

সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গত ১৪ জুন মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামেন পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা
থেকে আটক করে ডিবি পুলিশ।

অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এরপরে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় নাসির উদ্দিনসহ ও তিন নারী জামিনে রয়েছে। তবে অমি এখনো কারাগারে।

সারাবাংলা/এআই/এএম

টপ নিউজ তুহিন সিদ্দিকী অমি নাসির উদ্দিন মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর