Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১২:১২

হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে পালাতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- জিগার আলম (২৫), স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদা (২৯) ও পাঁচ শিশু।

শনিবার (১৪ আগস্ট) সকালে এ খবর নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তারমিয়ার হাট এলাকা থেকে আটজন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। দালাল কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন আলা উদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে যান বলে জানা যায়। দুপুরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মো. জিয়াউল হক জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফের ভাসানচরে পুশ ব্যাক করা হবে।

সারাবাংলা/এএম

ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর