Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তার ভাঙন ঠেকাতে ৫০ কোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১১:৩২

লালমনিরহাট: আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নকে তিস্তা নদীর ভাঙন থেকে বাচাঁতে ৫০ কোটি টাকার প্যাকেজ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আগামী মাসে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন রংপুর পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মহিষখোঁচা স্পার-২ এলাকায় তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার জ্যোতি প্রসাদ ঘোষ এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভাঙন হুমকির মুখে থাকা বসতভিটা, ফসলি জমি রক্ষায় ১৪ আগস্ট থেকে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে জ্যোতি প্রসাদ ঘোষ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রায় প্রতিদিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের শত শত ঘর-বাড়িসহ হাজারো একর ফসলি জমি তিস্তার বুকে বিলিন হয়ে যাচ্ছে। এসব এলাকার মানুষের কথা চিন্তা করেই রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার জ্যোতি প্রসাদ ঘোষ মহিষখোঁচা ইউনিয়নকে তিস্তা নদীর ভাঙন থেকে বাঁচাতে ৫০ কোটি টাকার প্যাকেজের কথা জানান। খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী তাহাজুল ইসলাম, কার্যসহকারী আরমান সরকার, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সারাবাংলা/এএম

৫০ কোটি টাকার প্রকল্প লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর