Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশপুরে কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১১:২৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ১৩:৩০

ঝিনাইদহ: মহেশপুর উপজেলার সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আবু সাঈদ (১৭) ও সোহানা (১৬) নামে দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

আবু সাঈদ মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের সুলতান আহমদের ছেলে ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের শাহাজামাল উদ্দীনের মেয়ে সোহানা (১৬)।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আবু সাঈদ ও সোহানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বয়স কম হওয়ায় তাদের প্রেমের সম্পর্ক মেনে নেননি অভিভাবকরা। এই ক্ষোভে তারা ‘আত্মহত্যা’ করেছে বলে ধারণা পরিবারের সদস্যদের।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

আত্মহত্যা ঝিনাইদহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর