Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ৮৩ হাজার কয়েনসহ গ্রেফতার ১

লোকাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ০১:৩৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ০১:৪৩

বেনাপোল (যশোর): জেলার বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে দুই টাকার ও এক টাকার মোট ৮৩ হাজার কয়েনসহ (মুদ্রা) আবদুর রহমান (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

আবদুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আবদুর রহমান কয়েনগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।

বিজিবি’র যশোর-৪৯ ব্যাটালিয়নের শার্শার আমড়াখালী চেকপোস্টের সুবেদার শাহীন রহমান জানান, গোপন সূত্রে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোলে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইকটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েনসহ আবদুর রহমানকে গ্রেফতার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালে মাদক, পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন রাত ২৪ ঘণ্টা সীমান্তে টহল দিচ্ছে বিজিবি। সীমান্ত জুড়ে জনবল বাড়ানোসহ টহলও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল সেলিম রেজা।

সারাবাংলা/এনএস

৮৩ হাজার কয়েনসহ গ্রেফতার ১ বেনাপল

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর