Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর কারাগারে পরীমনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ২২:৪৩

গাজীপুর: মাদক মামলায় গ্রেফতার হওয়ায় চিত্র নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে ঢাকা থেকে কারাগারে নিয়ে আসা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারের নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।

পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে বিকাল থেকেই শতশত উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকে। সন্ধ্যায় পরীমনিকে নিয়ে গাড়ি কারাগারে প্রবেশের সময় মানুষ কারাফটকে ভিড় করলেও শেষপর্যন্ত পরীমনির দেখা না পেয়ে ফিরে যায় উৎসুক জনতা।

এসময়ে কারাফটকে কারারক্ষী ছাড়াও মানুষের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

এর আগে, মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

সারাবাংলা/এমও

কাশিমপুর কারাগার পরীমনি মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর