Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুশাসনের পথে এগোতে পারলেই বঙ্গবন্ধু জাগ্রত থাকবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ২১:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ২১:৩৬

ঢাকা: পাকিস্তানপন্থী রাজনীতিকে পরাজিত করার পাশাপাশি দুর্নীতি ও ক্ষমতাবাজীর অবসান করে সুশাসনের পথে এগোতে পারলেই বঙ্গবন্ধু স্বমহিমায় জাগ্রত থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে জাসদ সভাপতি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ঘটনা। খুনিরা বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা করেনি, খুনিরা বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকেই হত্যা করতে চেয়েছিল। হত্যাকাণ্ডের পর তারা পাকিস্তানি আত্মাকে বাংলাদেশ রাষ্ট্রের দেহে প্রতিস্থাপন করতে সংবিধান থেকে চার নীতি মুছে ফেলে। ইতিহাসের ভাগাড় থেকে দ্বি-জাতিতত্ত্ব ও ধর্মীয় সাম্প্রদায়িকতা তুলে আনে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নির্বাসিত করে, বেতার-টিভি-গণমাধ্যমে বঙ্গবন্ধু নামটি উচ্চাণ বন্ধ করে দেয়। একইসঙ্গে রাজাকার, আলবদর, পাকিস্তানি দালালদের সমাজে, রাষ্ট্রে ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করে খুনিরা। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের পথে ঠেলে দেয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আর রাজাকারদের মহিমান্বিত করা শুরু হয়। মোস্তাক, জিয়া ও খালেদা বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে, হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গায়, ওকালতি করে ও খুনিদের পুরস্কৃত করে। হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রাখার মতো জঘন্য অমানবিকতা দেখায়।

সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, এদিকে জাতির সবচাইতে বিয়োগান্তক ঘটনার দিনে বেগম খালেদা জিয়া তার ভুয়া জন্মদিনের তারিখ নির্ধারণ করে পৈশাচিক উল্লাস প্রদর্শন করতে থাকে। দুই উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দন আহমেদ ও ডা. জাফরউল্লাহ চৌধুরী বার বার প্রকাশ্যেই নিষেধ করা সত্ত্বেও বেগম জিয়া ও বিএনপি ১৫ আগস্ট জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রমাণ করে বেগম জিয়ার আত্মাটা বাংলাদেশ ও বাঙালির আত্মা না, সেটা পাকিস্তানি প্রেতাত্মা। দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধু হত্যার জঘন্য রাজনীতি বিএনপি- জামাতসহ কতিপয় দল ও তথাকথিত কিছু বুদ্ধিজীবী এখনো বহন করে চলেছে।

বিজ্ঞাপন

জাসদ সভাপতি ইনু আরও বলেন, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করেই চলেছে। তারা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, তারা বাংলাদেশের জন্য বিপদ, হুমকি এবং বিষবৃক্ষ।

তিনি আরও বলেন, তাই পাকিস্তানপন্থী রাজনীতিকে পরাজিত করার পাশাপাশি দুর্নীতি, লুটপাট, দলবাজী ও ক্ষমতাবাজীর অবসান করে সুশাসনের পথে এগোতে পারলেই বঙ্গবন্ধু স্বমহিমায় জাগ্রত থাকবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, ফজলুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোহাম্মদ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাতীয় কৃষক জোট নেতা কামরুজ্জামান ফসি ও বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীসহ প্রমূখ।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

জাতীয় শোক দিবস জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) বঙ্গবন্ধু হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর